• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলরঙ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০১৬, ০৬:৩২ পিএম
জলরঙ

মোমিন মেহেদী


ম্যানহোলে পড়ে থাকা মানুষের দেহ আত্মার খোঁজে চলে
এদিক সেদিক; বিপরীত রাজনীতি লুফে নেয় মৃত্যুর স্বাদ।
মৃত্যুটা বড়বেশি সুলভ হয়েছে আজ;
তাদের জন্য যারা আমাদের দেশটাকে বানায় শ্মশান।
সারাদিন ছুটে লোভের টানে।
পাল তোলে প্রতিভোরে ধর্মের নামে সেই মসজিদ
নদে;ডুবে থাকে সন্ধ্যায় নিষিদ্ধ মদে।

ফতোয়ার মোড়ঘোরে শরীরের স্বাদ নিতে রাতে;
তখনও পাগড়ি পরা জুব্বার জুবথুবু আঁধারে
নড়েচড়ে সেই হায়েনার দেহ। একাত্তরের সেই
ভয়াল আদর আর সামলাতে পারে না প্রান্তিক মোহ।
ধ্বংসের নেশাতেই নোনাপ্রেম খোঁজকরে চোখের পাতায়।
প্রজাপতি প্রতিবেলা মেলা দেখে হরেক রঙের।
রঙে রঙে রঙে ওঠে লাল নীলসুখ।
ভাজকরা সময়ের পুরোটা শরীর জুড়ে আগামীর
আরো কিছু কল্পনা থাকে।
বিরোধীতা ভুলে যায় অন্যায়-ন্যায় পন্থী যুদ্ধজাহাজ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!