• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসাই দায়ী


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০১৭, ০৬:৪৬ পিএম
জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসাই দায়ী

ফাইল ছবি

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বললেন, গত কয়েকদিন ধরে ১০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হওয়ায় রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ জন্য ঢাকা ওয়াসাই দায়ী।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ধানমণ্ডির রাপা প্লাজা সংলগ্ন এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ওয়াসার যেসব ড্রেন রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। তাছাড়া, মাস্টারপ্ল্যান করে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। যে কারণে অতিবৃষ্টি হলে পুরো নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি থেমে গেলে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে।

ধানমণ্ডি এলাকার বৃষ্টির পানি হাতিরঝিল হয়ে প্রবাহিত হতো জানিয়ে তিনি বলেন, এখন এ এলাকার অধিকাংশ ড্রেন বন্ধ হয়ে গেছে। এ জন্য জলাবদ্ধতা দেখা দিলেই আমাদের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত ইমার্জেন্সি টিম মাঠে নেমে পড়ে। আমরা জলাবদ্ধতা দূর করতে সাধ্যমতো চেষ্টা করছি।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজি সাহাবুদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!