• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাগো বাংলা


মো: গোলাম মোস্তফা ( দুঃখু ) মার্চ ২৬, ২০১৮, ০১:৫২ পিএম
জাগো বাংলা

হে তরুণ তোমরা কোথায়
আমরা এসেছি জাগো বাংলা
তারুণ্যের গান নিয়ে।

 আমরা নতুন করে স্বপ্ন দেখাই,
অসহায় মানুষের মাঝে।
ওরা বাঁচতে চায়,
ওরা খেতে চায়।

রাতের আঁধারে ঘুমোতে চায়
শান্তিময় মায়ের কোলে।
পেটে জ্বালা বড় জ্বালা,
চোখের পাতা এক হয় না

এক মুঠো ভাতের জন্য।
তোমরা আছো কোথায়
আমরা এসেছি জাগো বাংলা
ভাত মাছের ঝোল নিয়ে।

আমরা তরুণ জাগো বাংলা
আমরা চুপ করে বসে থাকবো না।
নিজের জীবনের দাম দিয়ে,
খাবার তুলে দিবো মুখে।

তোমরা এই বাংলার ছেলে-মেয়ে ,
আমরা জাগো বাংলা হয়ে।
কি করে বসে থাকি ঘরে,
তোমাদের চোখের কান্না দেখে।

আমাদের তোমরা ক্ষমা করো,
সঠিক সময়ে- আসতে পারিনি
তোমাদের ঘরের দারে।
এনেছি ভাত মুখে তুলে নাও,

ক্ষমা করো আমাদের এই বাংলায়।
জাগো বাংলার তরুণ আমরা
স্বপ্ন দেখি- স্বপ্ন দেখাই।
অন্ধকারে আলো,
জাগো বাংলার প্রাণের ধ্বনি।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

 

Wordbridge School
Link copied!