• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮টায়


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০১৭, ১২:৫১ পিএম
জাতীয়  ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮টায়

ঢাকা: ঈদুল ফিতরের নামাজের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। তবে প্রতিকুল আবহাওয়া থাকলে সকাল সাড়ে নয়টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জুন) সচিবালয়ে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে।

মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত প্রতিবছর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রী ও এমপিসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পবিত্র রমজান মাস যদি ২৯ দিনে হয় তাহলে ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর। আর যদি ত্রিশ দিনে হয় তাহলে ২৭ জুন। গত ২৭ মে থেকে পবিত্র রমজান শুরু হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!