• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি নেতারা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৮, ০৫:১৭ পিএম
জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি নেতারা

ঢাকা : ড. কামাল হোসেন, ডা. বদরুদ্দোজা চৌধুরী, আসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আজকের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র কয়েকজন নেতা।

শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩ টার দিকে বিএনপি নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। এরপর রাজধানীর মহানগর নাট্যমঞ্চের অডিটোরিয়ামে বিকাল তিনটার পর সমাবেশ শুরু হয়।

গণফোরাম সভাপতি ও ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সূচনা বক্তব্যে তিনি বলেন, দেশে এখন মানুষের ভোটাধিকার নেই। মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য দিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে।

সমাবেশে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা অংশ নিচ্ছেন। এছাড়া জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ ২০ দলের শরিক অন্যন্য দলের নেতারা মঞ্চে রয়েছেন। তিনটার পর সমাবেশ শুরু হলেও দুপুরের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

শান্তির বাংলাদেশ গড়ার জন্য সকলে এখানে উপস্থিত হয়েছেন বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্যের নাগরিক সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন,  আপনারা অনেক কষ্ট করে এখানে হাজির হয়েছেন। এই জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই।

আমরা এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি যখন দেশে গণতন্ত্র নেই। জনগণ উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নেই।  দেশে কার্যকর গণতন্ত্র নেই। দুর্নীতি ও দুঃশাসনে ভরে গেছে দেশ। যখন দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন দূর হবে তখন বাংলাদেশে শান্তি দৃশ্যমান হবে।

তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। সেই লক্ষ্যে সুস্পষ্ট ঘোষণা প্রণয়ণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে অনেক নেতা উপস্থিত হয়েছেন। আশা করি জনগণকে অনুপ্রেরিত করে বক্তব্য পেশ করবেন তারা।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিনের পরিচালনায় ও ড. কামাল হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এছাড়া ব্যারিস্টার মঈনুল হোসেন,  মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক সুলতান মনসুর আহমদ, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!