• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা শুরু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৭, ০৬:০৬ পিএম
জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা শুরু

ঢাকা: বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার (১৫জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘কেএন হার্বার ২৪তম জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতা’। এদিন সকালে এম এ মুনসর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কেএন হার্বার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মোস্তাক।

এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি জেলা ক্রীড়া সংস্থা থেকে মোট ১৬টি ওজন শ্রেনীতে ৯১জন ছেলে ও ৬৩জন মেয়েসহ মোট ১৫৪জন খেলোয়াড় অংশ গ্রহন করছে। প্রথম দিনে সকল ওজন শ্রেনীর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বালক (১৮-২০ বছর) গ্রুপে ৪৬-৫০ কেজি, ৫৫, ৬০, ৬৬, ৭৪, ৮৪, ৯৬, ও ৯৬-১২০ কেজি ওজন শ্রেনীতে এবং বালিকা (১৮-২০বছর) গ্রুপে ৪০-৪৪ কেজি, ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৬৭ ও ৭২ কেজি ওজন শ্রেনীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!