• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জাতীয় তরুণ পার্টি’ নিয়ে যা বললেন এরশাদ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০১৭, ০৬:৩০ পিএম
‘জাতীয় তরুণ পার্টি’ নিয়ে যা বললেন এরশাদ

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন ‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নেই।

আজ শনিবার (১৫ জুলাই) এক বিৃবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বিভিন্ন তথ্য সূত্রে আমি অবগত হয়েছি যে ‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির একটি ভুয়া অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়ে পার্টি এবং পার্টির গঠনতান্ত্রিক অঙ্গ সংগঠনের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আমি সংশ্লিষ্ট সকল মহলের অবগতির জন্য সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, ‘জাতীয় তরুণ পার্টি’ নামে জাতীয় পার্টির কোনো অঙ্গসংগঠন নেই।

এরশাদের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, এই সংগঠনের নাম-পরিচয় দিয়ে কোথাও কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি বা সুবিধা আদায়ের চেষ্টা করলে তাঁকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে আহ্বান জানান তিনি।

এ ছাড়া জাতীয় পার্টি বা পার্টির অঙ্গসংগঠনের কেউ যদি ‘জাতীয় তরুণ পার্টি’ নামের ভুয়া সংগঠনের সঙ্গে জড়িত থাকে বা এই নামে তৎপরতা চালায়, তাহলে তাকেও সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!