• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচনে ইভিএম চায় ইসি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০১৮, ০৩:৩২ পিএম
জাতীয় নির্বাচনে ইভিএম চায় ইসি

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারের প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে এ সংক্রান্ত বিধান যুক্ত করে শিগগিরই প্রস্তাব পাঠানো হচ্ছে সরকারের কাছে। 

এছাড়া, নির্বাচন পরিচালনার সাথে জড়িত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে সাজা বাড়াতে চায় কমিশন। 

চলতি বছরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। সেই হিসেবে প্রস্তুত হয়েছে ভোটার তালিকা, চলছে নতুন দলের নিবন্ধন, সীমানা নির্ধারণ ও নির্বাচনি আইন বা আরপিও সংস্কারের কাজ। 

এরইমধ্যে গণপ্রতিনিধত্ব আদেশ সংস্কার নিয়ে বৈঠকও করেছে কমিশন। প্রথম বৈঠকেই ইভিএম ব্যবহারের প্রস্তাব করতে একমত হয়েছে কমিশন। 

এছাড়া, প্রার্থীদের হয়রানি এড়াতে এই প্রথমবার অনলাইনে মনোনয়নপত্র জমার প্রস্তাবও করা হচ্ছে।

নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কঠোর হচ্ছে কমিশন। দায়িত্বে অবহেলার শাস্তি সর্বোচ্চ সাত বছরের জেলের বিধানে পরিবর্তন চাইছে ইসি। 

প্রার্থীদের নির্বাচনি ব্যয় তদারকির জন্য একটি কমিটি কাজ করবে এবার। এছাড়া, নির্বাচনের সাথে জড়িত প্রায় ১২ লাখ কর্মকর্তা যেন ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করারও প্রস্তাব আসছে আইনে।

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!