• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টি আলাদা জোট করে নির্বাচনে অংশ নিবে: এরশাদ


লালমনিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১২:৪৭ পিএম
জাতীয় পার্টি আলাদা জোট করে নির্বাচনে অংশ নিবে: এরশাদ

লালমনিরহাট: জাতীয় পার্টি আলাদা জোট গঠন করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, জোট গঠনের লক্ষ্যে ইতোমধ্যে বেশক’টি দলের সঙ্গে কথা হয়েছে। অচিরেই চূড়ান্ত আলোচনা করে জোটের ঘোষণা দেয়া হবে। আলাদা জোট গঠন হলে নির্বাচনের আগেই মন্ত্রীসভা থেকে জাতীয় পার্টির সদস্যরা পদত্যাগ করবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাস বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভাষা আন্দোলন প্রসঙ্গে এরশাদ বলেন, বিশ্বে একমাত্র দেশ বাংলাদেশ। যে দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে।

নব গঠিত নির্বাচন কমিশন আগের মত হবে না উল্লেখ করে এরশাদ বলেন, তার কার্যক্রম পর্যবেক্ষণ না করে মন্তব্য করা যাবে না। তবে তার বিশ্বাস এ কমিশনের অধিনে নির্বাচন সুষ্ঠু হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ। তিনদিনের সফরে রংপুর আসেন জাপা চেয়ারম্যান এরশাদ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!