• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা রোববার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৬, ১০:৫১ পিএম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা রোববার

জাতীয় পার্টির নতুন কমিটির প্রেসিডিয়াম সভা ডেকেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দেশের চলমান জঙ্গি ইস্যু নিয়ে এ সভা ডাকা হয়েছে বলে জানা গেছে। রবিবার সকাল ১০টায় রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির নতুন কমিটির এটি প্রথম বৈঠক। পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জি এম কাদেরসহ প্রেসিডিয়ামের নতুন-পুরনো সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রেসিডিয়াম সভায় দেশের চলমান জঙ্গি ইস্যু প্রাধান্য পাবে। আলোচনা হবে দলের সাংগঠনিক কমিটি ও সাংগঠনিক কমর্সূচি নিয়ে। বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করা হবে এই সভায়। তা ছাড়া প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরিচিত হবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার দলের প্রেসিডিয়াম সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!