• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ শুরু বুধবার


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০১৭, ০৪:১৭ পিএম
জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ শুরু বুধবার

ঢাকা: জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস টিম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব মিলিয়ে মোট ৭৫ দল নিয়ে আগামী বুধবার (২৯ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। ৩৫তম পুরুষ ও ১২তম মহিলা প্রতিযোগিতার এই আসরে প্রতিটি ওজন শ্রেণীতে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এতে পৃষ্ঠপোষকতা করছে এআরকে গ্রুপ।

এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরুষ ও মহিলা বিভাগে ৯টি করে ওজন শ্রেণীতে। পুরুষ বিভাগে ৫০, ৫৬, ৬২, ৬৯, ৭৭, ৮৫, ৯৪, ১০৫, ১০৫+ এবং মহিলা বিভাগে ৪০, ৪৪, ৪৮, ৫৩, ৫৮, ৬৩, ৬৯, ৭৫, ৭৫+ ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের উদীয়মান ভারোত্তোলকদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ রাখা হয়েছে।’

প্রতিযোগিতা উপলক্ষে সোমবার (২৭ মার্চ) সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ফেডারেশনের সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন  বলেছেন, ‘প্রতিযোগিতায় প্রতিটি ওজন শ্রেণীতে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জপদক এবং নগদ অর্থ প্রদান করা হবে। পাশাপাশি চ্যাম্পিয়ন, রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। পুরুষ এবং মহিলা দুই বিভাগের সেরা ভারোত্তোলককে পাঁচ হাজার করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘প্রতিযোগিতার বাজেট ১৭ লাখ টাকা। বাজেটের সব টাকাই দিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠান এআরকে গ্রুপ। এ বছর জেলা-সার্ভিসেস টিম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব মিলিয়ে মোট ৭৫টি দলের ভারোত্তোলক দল অংশ নিচ্ছে। আশা করছি জাতীয় পর্যায়ের এই আসর থেকে আগামী দিনের তারকা খেলোয়াড়ের সন্ধান পাব। এই আসরকে সামনে রেখে একটি থিম সঙ তৈরি করা হয়েছে। সমাপনী দিন ৩১ মার্চ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি এবং আনসার ও ভিডিপির পরিচালক মো. ফিরোজ খান, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ, যুগ্ম সম্পাদক শাহ্ জালাল মুকুল এবং মকবুল আহমেদ খান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!