• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় লিগ নিয়ে যা বললেন মিনহাজুল


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৮, ০৯:৫৬ পিএম
জাতীয় লিগ নিয়ে যা বললেন মিনহাজুল

ঢাকা: গত দেড় যুগে জাতীয় ক্রিকেট লিগকে মানসম্পন্ন করে তোলা যায়নি। প্রতিবারই দেয়া হয়েছে প্রতিশ্রুতি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চলতি বছর অক্টোবরে শুরু হওয়ার কথা বড় দৈর্ঘ্যের এই ঘরোয়া টুর্নামেন্ট। যথারীতি এবারও মান বাড়বে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

শনিবার (১৮ আগসট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক শেষে মিনহাজুল আবেদিন বলেন, ‘আমরা একটা মিটিং করেছি। আমাদের প্রথম শ্রেণীর অনেক বেতনভুক্ত খেলোয়াড় আছে। প্রথম শ্রেণির (ভাল করার) একটা ক্রাইটেরিয়া ফিটনেস নিয়ে আমরা আলোচনা করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু হবে। যাতে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বাকি খেলোয়াড়দের ফিটনেস লেভেল একইরকম রাখা যায়।’

তিনি বলেন, ‘ফিটনেস ট্রেনার যারা আছে কাজ করবে। কারণ এইচপিতেও এবার অনেকে ইনজুরিতে পড়েছে। সেসব মাথায় রেখে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। এক মাস আগে থেকে ফিটনেস ট্রেনিং কোর্স শুরু করছি। ’

দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ। আট দলের টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হয় ম্যাড়ম্যাড়ে। দলগুলোর মধ্যে থাকে না জেতার তাড়না। এই নিয়ে বিস্তর সমালোচনার পর এবার কিছুটা প্রতিযোগিতামূলক লিগ করার কথা শুনিয়েছেন প্রধান নির্বাচক, ‘এটা নিয়ে কাজ করছি। টুর্নামেন্ট শুরুর দুই থেকে তিন সপ্তাহে আগে থেকে কাজ শুরু করব। জাতীয় লিগের মানটা আমরা বাড়াতে চাচ্ছি। টেস্ট ক্রিকেটে যদি আমরা ভাল ফল চাই তাহলে প্রথম শ্রেণীটা প্রতিযোগিতা আনতে অহবে। আশা করি এই বছর থেকে প্রতিযোগিতামূলক করতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!