• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাপান অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৫, ২০১৭, ১২:১৫ পিএম
জাপান অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া

ঢাকা: জাপান সাগর অভিমুখে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিবিসি অনলাইনে প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গেছে।

এমন সময় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলো যার কিছুদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।

ট্রাম্প ও সি চিন পিংয়ের মধ্যে আলোচনায় উত্তর কোরিয়ার প্রসঙ্গ থাকবে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি রুখতে চীন যদি সহযোগিতা না করে তাহলে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তাঁর দেশ একাই ব্যবস্থা নেবে।

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে উসকানি হিসেবে বর্ণনা করেছে জাপান। দক্ষিণ কোরিয়াও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গত মাসেও উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে চারটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!