• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপান সফরে নারী ফুটবল দলের স্পন্সর ওয়ালটন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৭, ০৭:৪০ পিএম
জাপান সফরে নারী ফুটবল দলের স্পন্সর ওয়ালটন

ঢাকা: দেশের পুরুষ ফুটবলে যখন চলছে হতাশা আর অন্ধকারময়, তখন নারী ফুটবলাররা উড়াইয়া চলেছেন বিজয়ের নিশান। প্রায় এক দশক আগে আমাদের দেশে শুরু হয় নারী ফুটবলের পথচলা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল নামের দুটি প্রতিযোগিতার মাধ্যমে নারী ফুটবলের এক সম্ভাবনার মঞ্চ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে সাবিনা কৃঞ্চারা। সর্বশেষ সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়া সেটাই প্রমাণ করে। সামনে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট মেয়েদের। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় ২৮ থেকে ২৯ জানুয়ারি জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ ফুটবল ফেস্টিভাল। যেখানে জাপানের ১৫টির অধিক ফুটবল দল অংশ নিবে। এই ফুটবল ফেস্টিভালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলও। জাপান সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ওয়ালটন।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে জাপান সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল, বাফুফের সদস্য ও উইমেন্স ফুটবল উইং এর চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার কিরণ, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)  ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাবিথ আউয়াল বলেন, ‘ওয়ালটন পরিবার আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে ভূমিকাটা দিচ্ছে সেটা আমাদের জন্য বড় পাওয়া। আমাদের অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল দেশে-বিদেশে ভালো করছে। স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই স্বপ্নযাত্রায় ওয়ালটনও আমাদের পাশে আছে। সেপ্টেম্বরে মাসের শেষের দিকে আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল জাপান যাচ্ছে। তাদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। ওয়ালটন গ্রুপ সব সময় মেয়েদের ফুটবলের পাশে আছে। আমরা চাই আমাদের মেয়েরা জাপান থেকে ভালো খেলে আসুক। আমরা মনে করি জাপানে অনুষ্ঠিত ফুটবল ফেস্টিভালে বাংলাদেশের বয়সভিত্তিক দল অংশ নিলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত হতে পারবে। যা ভবিষ্যতে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়ন ও উন্নতিতে কাজে লাগবে। আমি বাংলাদেশ মহিলা ফুটবল দলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

মিস মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ওয়ালটন গ্রুপ বাংলাদেশের মহিলা ফুটবলের শুরু থেকেই আমাদের সঙ্গে আছে। তারা বড়ভাবে হোক কিংবা ছোটভাবে হোক আমাদের সব আয়োজনের সঙ্গে থাকার চেষ্টা করে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই আয়োজনে জাপান সব দিচ্ছে। এক্ষেত্রে ওয়ালটন বাংলাদেশ দলের কিট স্পন্সর হওয়া ছাড়া আর কোনোভাবে সম্পৃক্ত হতে পারছে না। ২৪ জানুয়ারি আমরা জাপান যাচ্ছি। সেখানে ফুটবল ফেস্টিভালে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলবে।’

উল্লেখ্য, ভারতের শিলিগুঁড়িতে অনুষ্ঠিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল ওয়ালটন গ্রুপ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!