• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপানে অনশন থেকে বাংলাদেশি আটক


নিউজ ডেস্ক মে ১৩, ২০১৭, ০২:৫৪ পিএম
জাপানে অনশন থেকে বাংলাদেশি আটক

ফাইল ছবি

ঢাকা: শরণার্থী হিসেবে আশ্রয় দাবিতে আমরণ অনশন যাওয়া বেশ কয়েকজন বিদেশি আটক করেছে জাপান। রাজাধানী টোকিওতে অভিবাসন ব্যুরোর সামন থেকে আটক হওয়াদের মধ্যে বাংলাদেশিও রয়েছে।

জাপান টাইমসের খবরে বলা হয়, আটকদের সংখ্যা  ১২ দেশের প্রায় ২০ জন। তবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে আমরণ অনশনে থাকা ব্যক্তির সংখ্যা ৪০ এর কাছাকাছি। যেখানে চীন, ভারত, পেরু, ক্যামেরন, নাইজেরিয়া, বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিক রয়েছেন।

এর আগে গত মার্চে প্রতারণার শিকার হয়ে জাপানে বিএনপির দুই কর্মী আটক হয়েছিলেন।

অনশনকারীদের দাবি, জাপান সরকার ইচ্ছে করেই অভিবাসীদের দীর্ঘদিন আটক করে রাখে। চিকিৎসা সেবাও নিম্নমানের। দীর্ঘদিন কাজ করার পরও ‘অভিবাসী কিংবা শরণার্থী’র টিকিট পাওয়া যায় না। সরকারের অভিবাসন নিয়ম জটিল বলে আন্দোলনকারীরা সাংবাদিকদের জানিয়েছেন।

অভিবাসন ব্যুরোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, অভিবাসন ব্যুরোতে অন্তত ৫৮০ জন বিদেশি আটক রয়েছে। বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজেকি ওসুকি বলেন, এখন পর্যন্ত ৩৮৭ জন পুরুষ ও ১৮৯ জন নারী আটক রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!