• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানে ৫.১ মাত্রার ভূমিকম্পের আঘাত


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৪, ২০১৮, ০২:৫৪ পিএম
জাপানে ৫.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

ঢাকা : জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। জাপানের চিবাতে মঙ্গলবার (১৪ আগস্ট) সকালের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। এরপরই ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, এদিনই আবার চীনে আঘাত হানে ভূমিকম্প। ঘটনাস্থল দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশ। এই কম্পনে এখন পর্যন্ত ১৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। ক্ষতিগ্রস্ত প্রায় ৬ হাজার বাড়ি। টোংগাই এবং হুয়ানিং-এর ৪৮ হাজার বাসিন্দা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!