• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাবি অ্যালামনাই কতৃক সম্মানিত মুশফিক


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৫:২৬ পিএম
জাবি অ্যালামনাই কতৃক সম্মানিত মুশফিক

ফাইল ছবি

ঢাকা: জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমকে সম্মাননা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তৃতীয় অ্যালামনাই দিবসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক এই ছাত্রকে গুণীজন সম্মাননা দেয়া হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের হাত থেকে মুশফিকের সম্মাননা গ্রহণ করেন তার বন্ধু আব্দুল্লাহিল মামুন নিলয়। তিনি জানান, সিরিজ চলাকালীন ব্যস্ততার কারণে মুশফিক উপস্থিত থাকতে পারেনি।

সম্মাননা দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক আমরাই জাহাঙ্গীরনগর নামে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে লিখেছেন, ‘আমি সত্যিই গর্বিত এবং সম্মানিত বোধ করছি। দুঃখিত যে, আমি নিজে থাকতে পারিনি।’

উল্লেখ্য, মুশফিকুর রহীম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ৩৬ ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে বিভাগটিতে এমফিল পর্যায়ের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!