• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবি ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচিতে ছাত্রলীগ


জাবি প্রতিনিধি অক্টোবর ১৮, ২০১৭, ০৬:১৩ পিএম
জাবি ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচিতে ছাত্রলীগ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে শহীদ মিনারের পাদদেশ থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনকালে উপাচার্য ছাত্রলীগের এ কর্মসূচীর ভূয়সী প্রশংসা করে বলেন, তোমাদের প্রতি আমাদের একটাই আশা তোমরা সত্যিকারের মানুষ হয়ে উঠো, মাদক থেকে দূরে থাকো। দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসো।’

তিনি আরো বলেন, নিজের বাড়ি, নিজের ক্যাম্পাস পরিস্কার রাখার মধ্যে অহংকারবোধ আছে। তিনি শিক্ষার্থীদের এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘ আমাদের বিশ্ববিদ্যালয় পরিস্কার রাখার দায়িত্ব আমাদেরই, তাই আমরা আজকে এ উদ্যেগ নিয়েছি।

পরিচ্ছন্নতা কর্মসুচি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন,মামুনুর রশিদ, অনিক কুমার দেবনাথ, নাহিদ হোসেন, মাসুদ ইউনুস সিফাত, শাওন, জহিরুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, আফ্ফান হোসেন আপন প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!