• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাবিতে আওয়ামপন্থীদের একাংশের অবস্থান ধর্মঘট


জাবি প্রতিনিধি এপ্রিল ২৫, ২০১৮, ০৩:৪০ পিএম
জাবিতে আওয়ামপন্থীদের একাংশের অবস্থান ধর্মঘট

প্রতীকী ছবি

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের’ দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। 

বুধবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টা ব্যাপী বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এ কর্মসূচি পালন করছে।

ধর্মঘট পালনকারীরা প্রশাসনিক ভবনের গেটগুলো বন্ধ করে ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষকরা। ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ধর্মঘট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। কর্মসূচি শেষে প্রশাসনিক ভবনের সামনের সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবস্থান ধর্মঘটে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!