• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক


জাবি প্রতিনিধি অক্টোবর ১৫, ২০১৭, ০৬:৪৪ পিএম
জাবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রাকিবুল হাসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে ১ম শিফটে তাকে আটক করা হয়। সে জয়নাল আবেদীন নামের এক ভর্তিচ্ছুর ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ গ্রহণ করে। যার ভর্তি পরীক্ষার রোল নং ২১৫৪১৯।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জানায়, জয়নাল আবেদীন নামের ছেলেটিকে জাবিতে ভর্তি করিয়ে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করা কামরুজ্জামান লিজুর সঙ্গে ৩ লাখ টাকার চুক্তি হয়। আমি পরীক্ষা দিয়ে চান্স পেলে আমাকে সে ২ লাখ টাকা দিবে বলে আমার সঙ্গে লিজুর চুক্তি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সির বিষয়টা রাকিবুল স্বীকার করেছে। মোবাইলকোর্টের মাধ্যেমে তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!