• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে ১৩৫ রিকশা চালককে রেইনকোট বিতরণ


জাবি প্রতিনিধি মে ১৬, ২০১৮, ০৯:০৬ পিএম
জাবিতে ১৩৫ রিকশা চালককে রেইনকোট বিতরণ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (৪৭তম আবর্তন) শিক্ষার্থীরা ক্যাম্পাসের ১৩৫জন রিকশা চালকের মাঝে রেইনকোট বিতরণ করেছে।

বুধবার (১৬ মে) দুপুরে রেইনকোট পেয়ে উচ্ছ্বাসের হাসি দেখা গেছে রিকশাচালকদের মুখে।

রেইনকোট বিতরণকালে ৪৭ ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আমরা কয়েকজন প্রথমে আলোচনা করে আইডিয়াটা ঠিক করি। আমরা ব্যাচের অফিসিয়াল গ্রুপে আলোচনা করে ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে টাকা সংগ্রহ করি’।

তিনি আরো বলেন, ‘আরও টাকা থাকলে আমরা হয়ত ক্যাম্পাসের সব রিকশাওয়ালাকে রেইনকোট তুলে দিতে পারতাম’।

এদিকে বর্ষর মৌসুমে রেইনকোট পেয়ে আবেগে আপ্লুত হয়েছে রিকশা চালকেরা। এর মাধ্যমে বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের আরো বেশি সেবা দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

১ম বর্ষের শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগকে স্বাগত ও প্রশংসার দৃষ্টিতে দেখেছেন ক্যাম্পাসের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!