• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবিতে ৫ দিনব্যাপী আর্থ ফেস্ট শুরু


জাবি প্রতিনিধি মার্চ ২২, ২০১৮, ০৯:৫৪ পিএম
জাবিতে ৫ দিনব্যাপী আর্থ ফেস্ট শুরু

জাবি: ‘পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টা’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটি (জেইউইএস) উদ্যোগে প্রথমবারের মতো ৫ দিনব্যাপী ‘আর্থ ফেস্ট-২০১৮’ শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সহ-সভাপতি মোজাম্মেল আহমেদ তানভী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার (২৩ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে আর্থ ফেস্টের উদ্বোধন করবেন সংগঠনটির উপদেষ্টা পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক। ৫ দিনব্যাপী এ উৎসবে থাকছে- র‌্যালি, জাতীয় পরিবেশ বিতর্ক, ক্লিন ক্যাম্পাস ডে পালন, পরিবেশ বান্ধব ও সৃজনশীল পোস্টার কম্পিটিশন, কুইজ প্রতিযোগিতা, কেস প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে আর্থ সোসাইটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আইটি সম্পাদক সপ্তর্ষি আহসান মীম, সদস্য কাজী মো. মাছুম, খালিদ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!