• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবির ক্যাফেটেরিয়ায় বিকেলে নাস্তার ব্যবস্থা, শিক্ষার্থীদে স্বস্তি


জাবি প্রতিনিধি মার্চ ২০, ২০১৮, ০৮:৩৭ পিএম
জাবির ক্যাফেটেরিয়ায় বিকেলে নাস্তার ব্যবস্থা, শিক্ষার্থীদে স্বস্তি

জাবি: শিক্ষার্থীদের দাবির ও প্রশাসনের স্বদিচ্ছায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে বিকেলে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আর এতে স্বস্তি ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। পরিত্রাণ মিলেছে বাহিরের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ থেকে।

মঙ্গলবার (২০ মার্চ) বিকেল ৫টায় ফিতা কেটে এ খাবারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজরুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. বশির আহমেদ- কয়েক দিনের মধ্যে রাতে খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছে । তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত এ সেবা চালু থাকবে।

ক্যাফেটেরিয়ায় সিঙরা ৩ টাকা, পুরী ৪ টাকা, কাটলেট ১০ টাকা, মিষ্টি ১২ টাকা, চা ৫ টাকাসহ বিভিন্ন  ধরণের পানীয় পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জুডোর সভাপতি মুসফিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!