• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাবির গণিত বিভাগের পুণর্মিলনী ৮ ডিসেম্বর


জাবি প্রতিনিধি নভেম্বর ১৯, ২০১৭, ০৫:৪৬ পিএম
জাবির গণিত বিভাগের পুণর্মিলনী ৮ ডিসেম্বর

প্রতীকী ছবি

জাবি: ‘ছিন্ন পাতায় সাজাই তরণী, স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের ৪র্থ পুণর্মিলনী আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিভাগটির সভাপতি ড. শরিফ উদ্দিন।

বিভাগীয় শিক্ষকদের উপস্থিতিতে তিনি বলেন, আগামী ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী বের হবে।

বিকেল সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর কনসার্টের মাধ্যমে পুণর্মিলনীর সমাপ্ত হবে। www.juaam-math.org ঠিকানায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অবেদন করা যাবে। এছাড়া স্পট রেজিস্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!