• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবির সিনেট নির্বাচনে গণসংযোগে ব্যস্ত শাফিন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০১৭, ০৮:৫৪ পিএম
জাবির সিনেট নির্বাচনে গণসংযোগে ব্যস্ত শাফিন

ঢাকা: দীর্ঘ ১৮ বছরের পরে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সিনেটে রেজিষ্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি(সিনেট) নির্বাচন। সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা ততোই জমে উঠেছে। অনেকের মতো তরুণ প্রার্থী হিসেবে রাশেদুল ইসলাম শাফিনও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন শেষ সময়ের।

নিজের পক্ষে সমর্থন নিশ্চিত করতে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তরুণ প্রার্থীদের মধ্যে ভোটারদের কাছে স্বচ্ছ রাজনীতি ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সুপরিচিত পেয়েছেন ইতিমধ্যে শাফিন। শিক্ষা জীবনে জাবির গণিত বিভাগের ৩২তম ব্যাচের এ শিক্ষার্থী জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। 

বুধবারও(২৭ ডিসেম্বর) রাজধানীর মতিঝিল, গুলিস্তানসহ বিভিন্ন অফিস আদালতে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। সেখানে ভোটারদের বিপুল সাড়াও পেয়েছেন। ২৫টি ভোটের মধ্যে একটি ভোট ৫৭ নম্বর ব্যালটে ভোট দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ভোটাররা।

‘বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল রেজিস্টার্ড গ্র্যাজুয়েট মঞ্চ’ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাশেদুল ইসলাম শাফিন। নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে শাফিন বলেন, বর্তমান সিনেটে শিক্ষার্থীদের কোন প্রতিনিধি নেই। ফলে আসন্ন সিনেট নির্বাচনে ভোটাররা শিক্ষার্থীবান্ধব প্রার্থীদের নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস।

জাবি ছাত্রলীগের নির্যাতিত সাবেক এ সভাপতি বলেন, শিক্ষার্থী বান্ধব রাজনীতি করায় তরুণ ভোটারদের কাছে আমি ভোটের দাবি রাখি। এছাড়াও দল-মত নির্বিশেষে সব বয়সী ভোটারের ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছি। শুধু রাজধানীর মতিঝিল নয়, যেখানে প্রচারণা চালাতে গিয়েছি সব জায়গাতেই আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। নির্বাচনে ২৫টি ভোটের মধ্যে একটি ৫৭ নম্বর ব্যালটে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে।

ছাত্র রাজনীতি করার সুবাধে প্রিয় এই ক্যাম্পাসের অনেক বিষয়েই আমার কাছে স্পষ্ট। আমি বিশ্বাস করি নির্বাচিত হলে অতীতের অভিজ্ঞতার আলোকে ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে সিনেটে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো বলে উল্লেখ করেন শাফিন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!