• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবির ৪২ শিক্ষার্থী জামিন পেলেন


সাভার প্রতিনিধি মে ২৮, ২০১৭, ০৬:২৬ পিএম
জাবির ৪২ শিক্ষার্থী জামিন পেলেন

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্রীসহ গ্রেপ্তার ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। রোববার (২৮ মে) ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন।

দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

শুক্রবার ভোরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা এবং মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত। ওইদিন দুপুরে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহপাঠীরা।

শনিবার আবারও তারা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। পরে উপাচার্যের বাসভবনের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর চালায়। উপাচার্য সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উপাচার্যের বাসভবনের ভেতরে থাকা ১০ ছাত্রীসহ আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে আটক করে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

 

 

Wordbridge School
Link copied!