• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামায়াত নেতা খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৯ মে


আদালত প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৭, ০৩:৩৯ পিএম
জামায়াত নেতা খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৯ মে

ঢাকা: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও এমপি আব্দুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৯ মে। সে দিন এসকল আসামীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধে অভিযোগ আমলে নেয়া হবে কিনা সেটি জানা যাবে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

খালেক মণ্ডল কারাগারে আছেন। পলাতক রয়েছেন দুইজন। তারা হলেন- খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান। এছাড়া গ্রেপ্তার হওয়ার পর জামিনে আছেন আরেক আসামী এম আব্দুল্লাহ আল বাকি।

গত ৮ ফেব্রুয়ারি আব্দুল খালেক মন্ডলসহ চারজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!