• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াতকে দূরে রাখার পক্ষে তারেক


বিশেষ প্রতিনিধি জুলাই ২৫, ২০১৬, ১০:২৫ এএম
জামায়াতকে দূরে রাখার পক্ষে তারেক

২০ দলীয় জোট থেকে এ মুহূর্তে জামায়াতকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জঙ্গি ও সন্ত্রাসবাদ ইস্যুতে দেশে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে তিনি এ তাগিদ দেন।

জোটের বাইরের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জামায়াত ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার পক্ষে মত দেন তারেক।

এদিকে, উচ্চ আদালতে দণ্ড নিয়ে ততটা উদ্বিগ্ন নন তারেক রহমান। বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবেলার নির্দেশ দিয়েছেন।

লন্ডন থেকে ফেরত বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

দলের চেয়ারপারসনের সঙ্গে আলাপ করে দ্রুত ঐক্য গড়ার বিষয়ে আনুষ্ঠানিক উদ্যোগ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে কিছু নির্দেশনাও দিয়েছেন তারেক রহমান। এছাড়া দ্রুত পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণার বার্তা দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যে হাউস অব লর্ডসে এক সেমিনারে অংশ নিতে ১৬ জুলাই একটি প্রতিনিধি দল নিয়ে লন্ডনে যান মির্জা ফখরুল। সেখানে একটি রেস্তোরাঁয় রাতের খাবারের সময় তারেক রহমানের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা হয়।

প্রতিনিধি দলটি শনিবার ঢাকায় ফিরেই রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি এবং বৃহত্তর ঐক্য সম্পর্কে তারা তারেক রহমানের মনোভাব তুলে ধরেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!