• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াতের হরতালে জনজীবন স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০১৬, ১০:৩৮ এএম
জামায়াতের হরতালে জনজীবন স্বাভাবিক

দলের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী আট ঘণ্টার হরতালে রাজধানীর জনজীবন স্বাভাবিক। হরতালের কোনো প্রভাবই পড়েনি। সকাল থেকে রাজধানীর অধিকাংশ সড়কেই তীব্র যানজট।

স্কুল-কলেজ ও বড় শপিং মলগুলোও স্বাভাবিক সময়ের মতোই খোলা। সারাদেশের কোথাও হরতালের সমর্থনে কোনো কর্মসূচির খবর আসেনি। দূরপাল্লার লঞ্চ, বাস ও ট্রেনের সময়সূচির কোনো বদল হয়নি। সময়মতোই গন্তব্যের উদ্দেশে ছেড়েছে যানবাহন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডের প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী আট ঘণ্টার হরতাল ডাকে জামায়াতে ইসলামী

মীর কাসেমের সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ায় গত বুধবার দেশব্যাপী ১২ ঘণ্টার হরতাল ডেকেছিল জামায়াত। কিন্তু জনজীবনে ছিল না হরতালের কোনো প্রভাব।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!