• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামিন পেল বিএনপির সেই ৬১ নেতাকর্মী


বরিশাল প্রতিনিধি নভেম্বর ২২, ২০১৭, ০৯:৪৭ পিএম
জামিন পেল বিএনপির সেই ৬১ নেতাকর্মী

ফাইল ফটো

বরিশাল: জেলার গৌরনদী উপজেলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ৬১ নেতকর্মী প্রায় ৪৮ ঘন্টা পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শিহাবুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ওই ৬১ নেতাকর্মীর জামিনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২১ নভেম্বর) বিকেলে গৌরনদী শহরের দক্ষিণ পালরদীতে পৌর ছাত্রদলের আহ্বাবয়ক মাহফুজ মোল্লার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কয়েকশ’ নেতাকর্মী। ওই সময় মাহফুজ মোল্লার বাড়িতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার জন্মদিন পালন অনুষ্ঠান চলছিল। হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফুজ মোল্লাসহ বিএনপি’র ৬১ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে গৌরনদী থানার এসআই সগীর আটক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় তাদের আদালতে প্রেরন করা হয়। ওইদিন আদালত বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠায়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!