• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন নাসিরনগরের রসরাজ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০১৭, ০২:১২ পিএম
জামিন পেলেন নাসিরনগরের রসরাজ

ব্রাহ্মণবাড়িয়া : ফেসবুকে পবিত্র কাবা শরীফকে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেপ্তার রসরাজ দাসের জামিন দিয়েছেন আদালত। সোমবার (১৬ জানুয়ারি) রসরাজের উপস্থিতিতে বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

রসরাজের আইনজীবি মো. নাসির মিয়া জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান রসরাজকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেপ্তার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)। ৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের উপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!