• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন মুশফিকের বাবা


আদালত প্রতিবেদক জুন ১৫, ২০১৭, ০৬:১৯ পিএম
জামিন পেলেন মুশফিকের বাবা

ঢাকা: স্কুলছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ চলতি মাসের ৫ জুন তাকে জামিন দেন। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় বৃহস্পতিবার (১৫ জুন)।

মাহবুব হামিদ তারার আইনজীবী জাহিদুল বারি গণমাধ্যমকে জানান, জামিনের মেয়াদ শেষে বিচারিক আদালতে মাহবুব হামিদকে আত্মসমর্পণ করতে হবে।

গত ১৩ মে রাতে বগুড়া শহরের মাটিডালী হাজীপাড়া এলাকায় এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরদৌসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মুশফিকের বাবা চাচাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত মাসুকের বাবা এমদাদুল হক এমদাদ।

মাহবুব হামিদ তারা এবং তার ছোটভাই মেজবাহুল হামিদ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- লাল মিয়া, মো. খায়রুল, আল আমিন হেলাল, মো. ছামছুল, মো. তারাজুল, মো. নাইম, মো. অনিক, মো. নাহিদ, কাঞ্চন, মো. ফয়সাল, মো. শাকিল, মো. সাকিব, মো. বিটুল, আল মামুন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!