• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জার্মানিকে পেলে ৭-১ লজ্জা মুছতে চান নেইমার


ক্রীড়া ডেস্ক জুন ১৫, ২০১৮, ০২:৩৪ পিএম
জার্মানিকে পেলে ৭-১ লজ্জা মুছতে চান নেইমার

ফাইল ছবি

ঢাকা: ঘরের মাঠে সেই লজ্জাজনক হার ব্রাজিলভক্তরা এখনো ভুলতে পারেননি। আর কি করে ভুলবেন? সাত গোল হজম করা তো যেনতেন কথা নয়। ব্রাজিল সমর্থকদের মতো সেই লজ্জা এখনো পোড়ায় দলটির সেরা তারকা নেইমারকে। যদিও চোটের কারণে বাইরে থাকায় সেই ম্যাচটি খেলেননি বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

কিন্তু নেইমারের মনে সেই ম্যাচটি নিয়ে একটা ক্ষত রয়েই গেছে। রাশিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার ফাঁকেই সেই মনোভাব পরিষ্কার করে দিয়েছেন ব্রাজিলের তারকা। নেইমারের সাফ কথা, ‘এবার যদি জার্মানিকে সামনে পাই এবং হারাতে পারি তাহলে সেটা হবে ব্রাজিলের কাছে সবচেয়ে সুখের দিন, সব চেয়ে বড় প্রতিশোধ।’

হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে সোচিতে ঘাঁটি গেড়েছে ব্রাজিল। রাশিয়ায় পা দেওয়ার পর থেকেই ঝকঝকে ব্রাজিলকে ধরা হচ্ছে  শিরোপার অন্যতম দাবিদার হিসেবে। নেইমার, ফিলিপে কুতিনহোরা সেই লক্ষ্যে তৈরি হচ্ছেন প্রতি দিন। কিন্তু শিরোপা জেতার পাশাপাশি তাদের কাছে চার বছর আগে ১-৭ গোলে হারের যন্ত্রণা কতটা দগদগে হয়ে রয়েছে, সেটা প্রকাশ্যে এনেছেন নেইমার।

২০১৪ বিশ্বকাপের অভিশপ্ত সেমিফাইনালে ব্রাজিলের সেই হারের কথা বলতে দিয়ে নেইমার বলেন, ‘বেলো হরিজন্তের সেই হার কোনো ব্রাজিলিয়ান ভুলতে পারেনি। আমাদের দেশের ফুটবলে ওটা লজ্জার দিন। সেই কালো দিন মোছার জন্য মানসিকভাবে তৈরি হয়ে এসেছি আমরা।’

জার্মানির একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দেওয়ার সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিতের দলের এক নম্বর অস্ত্র।  নেইমার বলছিলেন,‘ সে দিন আমি মাঠে থাকলে ব্রাজিলের ফল এত খারাপ হতো না। এ ভাবে সাত গোল খেতে হত না। ফল অন্য রকম হতো।’

এবারও জার্মানির যে দলটি রাশিয়া গিয়েছে তারাও শিরোপার অন্যতম দাবিদার। সেটা জানেন নেইমারও। তারপরও তিনি বলছেন,‘ আমি একবার ওই ম্যাচটা খেলতে চাই। বলতে পারেন খুবই আগ্রহী। সেটা এবার হলেই ভালো হয়। দেখবেন তখন ফল কী হয়!’

রোববার ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। পরের দিকে জার্মানির সঙ্গে দেখা হতেই পারে নেইমারদের।  নিশ্চয় নিজের সেরাটা নিংড়ে দিয়ে জিততে চাইবেন তিনি। তবে বিশ্বকাপ জয় সবসময়ই অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। নেইমার বলেন, ‘বিশ্বকাপ জয় অন্যরকম অনুভূতি। কোনও অর্থ দিয়েই তা মাপা যায় না!’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!