• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে চিকিৎসক নিহত


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৬, ২০১৬, ১০:৩৪ পিএম
জার্মানিতে বন্দুকধারীর গুলিতে চিকিৎসক নিহত

জার্মানির রাজধানী বার্লিনের একটি হাসপাতালে মঙ্গলবার (২৬ জুলাই) এক বন্দুকধারীর গুলিতে চিকিৎসক নিহত হওযার খবর পাওয়া গেছে। পরে ওই বন্দুকধারী নিজে আত্মহত্যা করেছেন। 

জার্মান পুলিশ জানিয়েছে ওই বন্দুকধারী হাসপাতালে রোগী হিসেবে ছিল এবং এটা কোন সন্ত্রাস নয়।

জার্মান পুলিশ আরও জানায়, রাজধানী বার্লিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্টেগলিৎজ এলাকার একটি হাসপাতালে ওই বন্দুকধারীর হামলায় এক চিকিৎসক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের একজন মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হাসপাতালের একজন রোগী চিকিৎসককে গুলি করেন। এরপর তিনি আত্মহত্যা করেন। চিকিৎসককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ঘটনা সন্ত্রাসী হামলা নয়।

বার্লিন পুলিশ পরে টুইট বার্তায় জানায়, ওই চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৮ জুলাই মিউনিখে একটি বিপণিবিতানে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনাসহ চলতি মাসে আরও চারটি ‘সন্ত্রাসী’ ঘটনা ঘটল। খবর: এএফপি

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!