• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানিতে শপিংমলে বন্দুকধারীদের গুলি, নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৩, ২০১৬, ০২:৫৫ এএম
জার্মানিতে শপিংমলে বন্দুকধারীদের গুলি, নিহত ৯

জার্মানির মিউনিখে একটি শপিংমলে বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তিনজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর মিউনিখে অলিম্পিয়া নামে পরিচিত একটি শপিংমলে গুলিবর্ষণের খবর পায় পুলিশ। এরপর শপিংমলটি ঘিরে রেখে অভিযান শুরু করে বিশেষ বাহিনী। বন্দুকধারীদের ধরতে অভিযান চালায় তারা। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

মিউনিখ পুলিশ প্রধান মারকাস ডে গ্লোরিয়া মার্টিন জানান, কতজন মানুষ আহত হয়েছেন তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।

শপিংমলের এক কর্মী টেলিফোনে বলেন, 'ওই এলাকায় তাদের অনেক সহকর্মী এখনো লুকিয়ে রয়েছেন। এখানে অনেক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর থেকে মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়েছে। জনগণকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!