• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জার্মানির পর ব্রাজিল, ১৯৬ তম বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০১৭, ১২:৫০ পিএম
জার্মানির পর ব্রাজিল, ১৯৬ তম বাংলাদেশ

ঢাকা: ফিফা র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। র‌্যাংকিংয়ে প্রথম ছয়টি স্থানে কোনো পরিবর্তন হয়নি।

গত সপ্তাহে সুইজারল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে ওঠা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল রয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে পড়ে যাওয়া আর্জেন্টিনা। অবশ্য শেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে বেলজিয়াম ও পোল্যান্ড।

সোমবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, ফ্রান্স এক ধাপ এগিয়ে সপ্তম এবং স্পেন তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। নবম স্থানটি পেয়েছে চিলি। যদিও তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেতে ব্যর্থ হয়েছে। দশম স্থানে রয়েছে পেরু। এখনো দলটি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়নি।

বাংলাদেশের জাতীয় দল কোনো সুখবর দিতে পারেনি। তাই ফিফা র্যাং্কিংয়েও বাংলাদেশের জন্য সুখবর নেই। সেখানে বাংলাদেশের অবস্থান ১৯৬ তম!

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!