• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি পরিবারের


বিনোদন প্রতিবেদক এপ্রিল ২২, ২০১৮, ০৫:১০ পিএম
জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি পরিবারের

ঢাকা: ‘নিয়তি’ ছবিতে নৃত্য পরিচালকের পুরস্কার নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় থামছেই না। ২০১৬ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে নৃত্য পরিচালনার জন্য জাতীয় পুরস্কার দেয়া হয়েছে হাবিবকে। কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ওই ছবিতে কাজই করেননি। আর তিনি যে ছবিতে কাজ করেননি তার জন্য পুরস্কারও নিতে চান না।

ওই ইস্যুতে শনিবার এফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে বৈঠক করে ১৮ সংগঠনের সমন্বয়ে গড়া চলচ্চিত্র পরিবার। তাতে হাবিবও উপস্থিত ছিলেন। আরও ছিলেন চিত্রনায়ক ফারুক, জায়েদ খান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, জ্যেষ্ঠ নৃত্য পরিচালক মাসুম বাবুল প্রমুখ।

বৈঠকে  চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বলেন, ‘চলচ্চিত্রে একটা দেশের সর্বোচ্চ পুরস্কার হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একটা ছেলে জানেই না তবুও নৃত্য পরিচালক হিসেবে তার নাম দেয়া হয়েছে। ভারতীয় নৃত্য পরিচালক দিয়ে কাজ করিয়ে হাবিবের নাম দেয়া হয়েছে। কারণ ভারতীয় কাউকে দিয়ে কাজ করলে ওয়ার্ক পারমিট থাকতে হয়। এই ধরনের জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে’।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!