• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
গাজীপুর সিটি নির্বাচন

জাহাঙ্গীরের জয় নির্ভর করছে ‘ঐক্যবদ্ধ’ আওয়ামী লীগে


গাজীপুর প্রতিনিধি মে ২১, ২০১৮, ০৬:২৭ পিএম
জাহাঙ্গীরের জয় নির্ভর করছে ‘ঐক্যবদ্ধ’ আওয়ামী লীগে

গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ’ আওয়ামী লীগ তাদের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের জয় নিশ্চিত করতে পারে। এ জন্য মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে থাকা ‘অনৈক্য ও মান-অভিমান’ দূর করার প্রয়োজন হবে। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এমনটাই মনে করছেন।  

মহানগর আওয়ামী লীগের নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেন, জিসিসি নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে যে অনৈক্যের বিভাজন তৈরি হয়েছিল, তা দূর করতে জাহাঙ্গীর আলমকে অনেক উদারতা ও নমনীয় মনোভাব নিয়ে কাজ করতে হবে। জিসিসি নির্বাচনে এবার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

শেষ পর্যন্ত দলীয়প্রধান শেখ হাসিনা জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেন। একে কেন্দ্র করে আজমত উল্ল­া ও তার অনুসারী নেতাকর্মীদের সঙ্গে জাহাঙ্গীর ও তার অনুসারীদের বিভাজন তৈরি হয়। তা নিরসন না করেই বিগত দিনে জাহাঙ্গীর আলম তার পক্ষের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত দলীয় প্রভাবশালী নেতাদের চাপে পড়ে আজমত উল্লা নির্বাচনী প্রচারণায় জাহাঙ্গীর আলমের পক্ষে মাঠে নামলেও তার অনুসারী নেতাকর্মীরা প্রচারণায় ‘শিথিলতা’ দেখান। তাদের মান-অভিমান ভাঙাতে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে উদ্যোগ নিতে দেখা যায়নি। নির্বাচনী প্রচারণায় তিনি নিজের পক্ষের নেতাকর্মীদের ওপরই নির্ভরশীল ছিলেন।  

তফসিল অনুযায়ী গত ১৫ মে গাজীপুরে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু মৌজা-সংক্রান্ত জটিলতায় এক রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জিসিসি নির্বাচনের মাত্র নয় দিন আগে তা স্থগিত করে। পরে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী এবং নির্বাচন কমিশনের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ মে ওই স্থগিতাদেশ খারিজ করে দেন আদালত। একই সঙ্গে আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচন করার নির্দেশ দেন হাইকোর্টের আপিল বিভাগ।

পরে নির্বাচন কমিশন গত রোববার ২৬ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। এতে এই এক মাস সময় পাওয়া ও মাঝে গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত।

তারা মনে করছেন, রমজান মাস ও ঈদের সময়টায় দলীয় নেতাকর্মীদের মান-অভিমান ভাঙিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গাজীপুরে মেয়র পদে নৌকার বিজয়কে ছিনিয়ে আনতে সক্ষম হবে।  

তবে গাজীপুরে আওয়ামী লীগ ‘ঐক্যবদ্ধ’ দাবি করে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রউফ নয়ন বলেন, ঐক্যে ফাটল ধরানো সম্ভব নয়। খুলনার বিজয়ে দলীয় প্রচারণায় যে মূলমন্ত্র কাজে লাগানো হয়েছিল, তা গাজীপুরের নির্বাচনেও কাজে লাগানো সম্ভব।  

আওয়ামী শিল্পীগোষ্ঠী গাজীপুর জেলার সভাপতি মো. হাতেম আলী জানান, খুলনায় বিগত দিনে বিএনপির দলীয় মেয়র কোনো উন্নয়ন করতে পারেননি। গাজীপুরেও বিএনপির নির্বাচিত মেয়র এমএ মান্নান কোনো উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেননি। তাই ‘উন্নয়নবঞ্চিত’ খুলনা নগরবাসী সরকারদলীয় প্রার্থীকে এবার বিজয়ী করেছে। তেমনি গাজীপুরের উন্নয়নবঞ্চিত ভোটাররা সরকারদলীয় প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!