• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিএমবির শীর্ষ নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের জেল


আদালত প্রতিবেদক মে ২৫, ২০১৭, ০৩:২৯ পিএম
জিএমবির শীর্ষ নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের জেল

ফাইল ছবি

ঢাকা: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরের সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ বিচারক ইমরুল কায়েসের আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

পাঁচ বছর আগের এ মামলায় নতুন করে সাক্ষ্য শুরু হওয়ার পর দুই মাসের মধ্যে এ রায় হতে যাচ্ছে। মামলার অপর দুই আসামি আবদুল্লাহ হেল কাফী এবং তার স্ত্রী আয়শা আক্তার হাই কোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে সাইদুরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র পাওয়া যায় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়।

পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ঢাকার কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

২০০৭ সালে শায়খ আবদুর রহমানসহ জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির পর হবিগঞ্জের সাবেক জামায়াত নেতা মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে পুনর্গঠিত হয় নিষিদ্ধ এ জঙ্গি সংগঠন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!