• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে থাকবে: এডিবি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৯:৪২ পিএম
জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে থাকবে: এডিবি

ঢাকা: চলতি অর্থবছর শেষে বাংলাদেশর মোট দেশজ উৎপাদনের(জিডিপি) রেকর্ড প্রবৃদ্ধির কথা বলছে সরকার। কিন্তু এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে,  এবারের বন্যা ও রেমিটেন্সের নেতিবাচক প্রবণতার জন্য তা পূরণ হবে না।

বাংলাদেশের অর্থনীতির হাল নাগাদ তথ্য নিয়ে বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৭’ প্রকাশ করেছে এডিবি। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করে আঞ্চলিক এ আর্থিক সংস্থাটি।

সংস্থাটি তাদের রিপোর্টে বলেছে, এ অর্থবছর ৬ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বাংলাদেশ। গত দুই অর্থবছরে ৭ শতাংশ ছাড়ানো অর্থনৈতিক প্রবৃদ্ধির পর চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বাংলাদেশ সরকার ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলে আসছেন, পরিস্থিতি যেমনই হোক, প্রবৃদ্ধির হার আর ৭ শতাংশের নিচে নামবে না বলেই তার বিশ্বাস।

তবে এডিবির পূর্বাভাসে বলা বলা হয়েছে, বন্যার কারণে কৃষি উৎপাদন কমায় এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে অব্যাহত পতনের ফলে এবার বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা কমে যেতে পারে। এ কারণে ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের চেয়ে কম হবে।

প্রায় এক দশক ৬ শতাংশের বৃত্তে ‘আটকে’ থাকার পর গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ‘ঘর’ অতিক্রম করে। চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১১ শতাংশ। এরপর ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরে এগিয়ে বাংলাদেশ অর্জন করে ৭ দশমিক ২৪ শতাংশ, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

এডিবির প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হলেও তা হবে ‘খুবই ভালো’। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধির বড় ভূমিকা থাকবে তাতে।

গত বছর এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে ২০১৬-১৭ অর্থবছরের মত ২০১৭-১৮ অর্থবছরেও ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এডিবি। এবারের প্রতিবেদনে সেই প্রাক্কলনে পরিবর্তন আনেনি ম্যানিলাভিত্তিক সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। বন্যার কারণে এবার তা ২ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে রপ্তানি খাতে এবার ৬ শতাংশ প্রবৃদ্ধির আশা দেখাচ্ছে এডিবি, যা গত বছর মাত্র ১ দশমিক ৭ শতাংশ ছিল।

গত বছরের মত এবারও রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কার পূর্বাভাস দিয়েছে এডিবি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চেয়ে এবার ৩ শতাংশ রেমিটেন্স কম আসতে পারে। ২০১৬-১৭ অর্থবছরে রেমিটেন্স কমেছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!