• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জিন্স কেনার সময় যে কথাগুলো মাথায় রাখবেন


লাইফস্টাইল ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:৪৮ পিএম
জিন্স কেনার সময় যে কথাগুলো মাথায় রাখবেন

ফাইল ছবি

ঢাকা: বর্তমান সময়ে জিন্সের প্যান্ট অনেক জনপ্রিয় একটি পোষাক। কিন্তু এটি ব্যবহারে সঠিক নিয়ম না মানলে সুন্দরের চেয়ে অসুন্দরই দেখায় বেশি। তাই প্যান্ট পরার ক্ষেত্রে কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলা ভাল। এতে যেমন সঠিক স্টাইলিং হয়, তেমনই আপনিও স্বচ্ছন্দ বোধ করবেন। চলুন জেনে নিই সেই নিয়মগুলো-

* প্রয়োজনের অতিরিক্ত টাইট ফিট জিন্স কখনওই পড়া উচিত নয়। এতে উল্টে জনসমক্ষে আপনি হাস্যকর হয়ে উঠবেন। শরীরের পক্ষেও তা ভাল নয়।
* স্কিন ফিট জিন্সের সঙ্গে কখনওই ফর্মাল জুতো পরবেন না। চেষ্টা করুন স্নিকার্স অথবা ক্যাজুয়াল জুতো পরার।
* জিন্সের পিছনের পকেটে অতিরিক্ত কারুকার্য বা নকশা থাকলে, সেই ধরনের জিন্স না পরাই ভাল।
* যাদের চেহারা খুব রোগা, পাতলা, সেই ধরনের ছেলেদের কখনওই বেশি স্কিন ফিট জিন্স পরা উচিত নয়। এতে পিছন দিক থেকে ছেলেদের পা দেখে মেয়েদের মতো মনে হয়। বরং স্ট্রেট ফিট জিন্স পরা উচিত।

* লুজ অথবা বুট কাট জিন্সর সঙ্গে কখনওই বুট জুতো পরা উচিত নয়। কারণ একমাত্র স্কিন ফি টজিন্সর সঙ্গেই বুট ভাল লাগে।
* জিন্সর সঙ্গে অবশ্যই ডেনিম শার্ট বা জ্যাকেট পরে দেখুন। এই ট্রেন্ড এখন দারুণ জনপ্রিয়।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!