• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়েকে সমীহ করছেন ম্যাথিউস


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:৫৯ পিএম
জিম্বাবুয়েকে সমীহ করছেন ম্যাথিউস

ছবি: নাঈম পারভেজ অপু

ঢাকা: গেল বছরই শ্রীলঙ্কার মাটিতে তাদেরকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। তাই ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হিথ স্ট্রিকের দলকে সমীহ করছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাথিউস বলেন, ‘শ্রীলঙ্কার মাটিতে গেল বছর ভালো ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ে। আমরাই শুধু খারাপ খেলেছি এমন নয়, তারাও ভালো খেলেছে। তারা ভালো দল। সব খেলোয়াড় দেশের হয়ে খেলার জন্য ফিরেছে। এখন তারা আরও বেশি শক্তিশালী। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে জিম্বাবুয়ে। এতে শ্রীলঙ্কা বাড়তি সুবিধা পাবে, এমন ধারণার সাথে একমত হতে পারছেন না ম্যাথিউস বলেন, ‘আসলে এমন কিছু নয়। আমাদের কাল মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আত্মতুষ্টির সুযোগ নেই। কেননা আপনি জানেন, তারাও ভয়ংকর দল হয়ে উঠতে পারে। বাংলাদেশের কাছে হারলেও নিশ্চিত করে কিছু বলা যায় না। আমরা মাঠে যাব এবং আমাদের সেরা ক্রিকেটই খেলবো।’

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল প্রথমবারের মত খেলতে নামছে শ্রীলঙ্কা। এ ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আর এ ম্যাচ দিয়েই সেঞ্চুরি করতে যাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এমন মাইলফলকের ম্যাচে জয় চান শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, ‘ভেন্যুটি আমাদের জন্য ভালো। বিশেষ করে ২০১৪ সালে আমরা যখন টি-২০ বিশ্বকাপ জিতলাম। কিন্তু সেটা আমাদের কাছে এখন শুধুই স্মৃতি। কাল আমাদের নতুন করে শুরু করতে হবে। আমাদের প্রতিপক্ষও ভিন্ন। এখানে আমাদের অসংখ্য সুখ-স্মৃতি আছে। তেমনিই আরও একটি সৃষ্টি করতে চাই আমরা। এমন স্মরণীয় ম্যাচে জয় চাই।’

এমন স্মরণীয় ম্যাচে জয় চান ম্যাথিউস, ‘এমন ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং জয় তুলে নিতে চাই। প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এটিই আমাদের প্রধান লক্ষ্য। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখেই আমরা উন্নতি করতে চাই। আমরা দল হিসেবে উন্নতি করতে চাই এবং ভালো ফল অর্জন করতে চাই। মিরপুরের শততম ম্যাচেও আমরা ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!