• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিয়া-এরশাদের লক্ষ্য ছিলো আ.লীগকে নিশ্চিহ্ন করা


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০১৭, ১১:২৩ এএম
জিয়া-এরশাদের লক্ষ্য ছিলো আ.লীগকে নিশ্চিহ্ন করা

ঢাকা: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের লক্ষ্য ছিলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া।

শনিবার (২০ মে) গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ‘ভিশন ২০৩০’ আওয়ামী লীগের থেকেই চুরি করা হয়েছে। সাধারণ মানুষের ভাগ্য যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। এজন্য আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূল নেতাদের নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর থেকে সবাই আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু তৃণমূলের কারণে কখনই তা সম্ভব হয়নি। গত ৩৬ বছরে আমি দেখেছি তৃণমূলের নেতাকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, আজ দেশের মানুষ সমান অধিকার পাচ্ছে। দেশের নিন্মস্তরের জনগণদের ভাগ্য পরিবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাদের জন্য কাজ করে যাবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!