• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জিয়াউদ্দিন আলমের কথা-সুরে গাইলেন ইমরান


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২০, ২০১৮, ০৩:৩৬ পিএম
জিয়াউদ্দিন আলমের কথা-সুরে গাইলেন ইমরান

জিয়াউদ্দিন আলম - ইমরান হোসাইন

ঢাকা: মধু হই হই, বিষ খাওয়াইলা-খ্যাত ছোট্ট জাহিদকে আবিষ্কার করেছিলে শিল্পী ইমরান হোসাইন। লোক গানের শিল্পী হিসেবে পরিচিত তিনি। নতুন বছরে নতুন খবর দিলেন এই শিল্পী। তিন বছর পর নতুন মৌলিক গানের কন্ঠ দিয়েছেন শিল্পী ইমরান।

সম্প্রতি মগবাজর একটি স্টুডিওতে  ‘পরান পাখি’ শিরোনামে গানে কন্ঠ দিয়েছেন ইমরান। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সঙ্গীত আয়োজন করেছেন ওয়াহিদ শাহীন। 

নতুন গান নিয়ে ইমরান হোসাইন বলেন, ‘এতোদিন মানুষের জন্য কাজ করেছি, নিজের কাজের সময় পাইনি। এখন নিজের জন্য কিছু করতে চাই। এই জন্য কাজ শুরু করা। জিয়াউদ্দিন আলমের সাথে বছরটা শুরু করছি, গানটি আমার খুব ভালো লেগেছে। লেখা ও সুর খুব ভালো হয়েছে, আশা করি শ্রোতাদের ও ভালো লাগবে।’

আগামী ১৪ ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এক্সক্লুসিভ’লি বাংলালিং বিএল ভাইব  এ জিপি মিউজিক অ্যাপস এ নতুন গানটি শুনতে পাবেন শ্রোতারা।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!