• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়ার প্রশংসা, সিইসির কৌশল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৭, ০৬:৫৫ পিএম
জিয়ার প্রশংসা, সিইসির কৌশল

ঢাকা: নির্বাচন কমিশনের কাছে সরকার অনুগ্রহ নয়, নিরপেক্ষতা আশা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের প্রশংসার বিষয়টি বিএনপিকে নির্বাচনে আনতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কৌশল হতে পারে।

এসময় তিনি আরও বলেন, বিএনপি এখন খুশি। এই ভাবটা যেন নির্বাচন-পর্যন্ত বজায় থাকে। সোমবার(১৬ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসির মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি এটি প্রেস ব্রিফিংয়ে বলেননি। বলেছেন ভেতরে। আমরাও মিটিংয়ে যাব। তখন জানতে চাইব, তিনি আসলে কী বলেছেন।’

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে সিইসি কেএম নুরুল হুদা বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৯ সালের নির্বাচনে সব দল অংশ নেয়। তাতে বিএনপি ক্ষমতা গ্রহণ করে।’

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!