• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীবন দিয়ে হলেও অর্থনৈতিক মুক্তি আনবো


জেলা প্রতিনিধি মার্চ ২১, ২০১৭, ০৬:০৩ পিএম
জীবন দিয়ে হলেও অর্থনৈতিক মুক্তি আনবো

মাগুরা: বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জীবন উৎসর্গ করার কথা বললেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।  

প্রধান বললেন, ‘আমার বাবা এদেশের স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আমিও ঠিক আমার বাবার আদর্শকে লালন করি। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজনে বাবার মতো আমার জীবনও উৎসর্গ করবো।’

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৩টায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া দল। যে দল দেশের স্বাধীনতা নিয়ে এসেছে কেবল তারাই দেশের উন্নয়ন করতে পারে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল এদেশের মানুষের ভাগ্য বদলাতে পারবে না।’

মাগুরায় খালি হাতে আসিনি, মাগুরাবাসীর ভাগ্য বদলে অনেকগুলো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছি- একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাগুরায় যাতে রেললাইনের ব্যবস্থা হয় সে পদক্ষেপ আমরা নেব।’

এর আগে প্রধানমন্ত্রী আসাদুজ্জামান স্টেডিয়ামের ফলক উন্মোচন করেন এবং ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সোনালীনিউজডটকম/এমএন

Wordbridge School
Link copied!