• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী এখন মরা খাল!


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ২৪, ২০১৮, ০৩:০৬ পিএম
জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী এখন মরা খাল!

ঝালকাঠি: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ি নদী এখন মরা খাল। নদীটি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন কবিপ্রেমী ও পর্যটকেরা।

এমনকি অবহেলায় নষ্ট হচ্ছে রাজাপুরের বামনকাঠি গ্রামের কবির পৈত্রিক ভিটা দাশবাড়িও। ধানসিঁড়ি নদীর তীরেই আবার ফিরে আসতে চেয়েছিলেন কব জীবনানন্দ দাশ।

খরস্রোতা সেই নদী এখন মরা খাল। দুই যুগ আগেও লঞ্চ চলতো। রাজাপুর থেকে ঝালকাঠি জেলা সদরের সাথে সবচেয়ে সহজ যোগাযোগের উপায় ছিল এই নদী।

সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে কোটি টাকা ব্যয়ে সাড়ে চার কিলোমিটার খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে নিয়মিত বরাদ্দ না পাওয়ায় বাকি অংশে আর খনন হয়নি।

এছাড়া যত্রতত্র বাঁধ ও জাও দিয়ে মাছ ধরার কারণে নাব্যতা হারিয়েছে ঐতিহ্যবাহী এ নদীটি।

নদীটি সংস্কার ও পানিপ্রবাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

ধানসিঁড়ি নদী পুনরায় সংস্কার করে পর্যটন কেন্দ্র নির্মাণ ও কবি জীবননানন্দ দাশের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!