• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুতোয় ফুটে উঠল মেসির জীবনের গল্প


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৩, ২০১৮, ১১:২৮ এএম
জুতোয় ফুটে উঠল মেসির জীবনের গল্প

ঢাকা : আর্জেন্টিনা থেকে বার্সেলোনা!‌ পথটা মসৃণ নয়। তবে স্বপ্নে ঘেরা। বর্ণময়‌ও বটে। সেই জীবন বৃত্ত ফুটে উঠল ক্যানভাসে!‌ তবে এ ক্যানভাস যেমন–তেমন নয়। যার জীবন কাহিনী তিনিও তো সাধারণ নন। কেন?‌ যার জীবনবৃত্ত ফুটিয়ে তোলা হল, তিনি আর কেউ নন, লিওনেল মেসি। আর কীভাবে ফুটিয়ে তোলা হল তার কাহিনী?‌

জুতোয়। মেসির জন্য এই বিশেষ জুতো তৈরি করেছেন প্যারাগুয়ের শিল্পী লিন ক্যান্তেরো। মেসি তার জীবনের আদর্শ। ক্যান্তেরো তাই মেসির জীবনের নানা ধাপ হাতে এঁকে ফুটিয়ে তুলেছেন মেসির জুতোতেই!‌

ছবি আঁকার আগে কোন কোন ঘটনার ওপর জোর দিয়েছিলেন শিল্পী?‌

এক্কেবারে ছোট্টবেলার মেসি, তারপর ফুটবল হাতে, ফুটবল মাঠে, স্ত্রী আন্তনেল্লা, দুই ছেলে থিয়াগো আর মাতেয়াকে কোলে নিয়ে টুকরো টুকরো মুহূর্ত ফুটিয়ে তুলেছেন।

শিল্পী বলেছেন, ‘‌বার্সায় এই উপহার পাঠিয়েছি মেসির কাছে। সব ছবিই হাতে আঁকা। কতটা পরিশ্রম করে মেসি আজ এই জায়গায়, সেই জীবন কাহিনীই তুলে ধরার চেষ্টা করেছি। বলতে পারেন, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে এটা উপহার প্যারাগুয়ের পক্ষ থেকে।’‌

মেসি নিজে এই উপহার পেয়েও খুব খুশি। স্পেশাল জুতো হাতে নিয়ে ছবিও তুলেছেন।

এদিকে মার্কার ভোটে শ্রেষ্ঠত্ব মেসি। ফিফার দ্য বেস্ট ও পঞ্চম ব্যালন ডি’অর জিতলেও পাঠক ভোটে ২০১৭ সালের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচনে হেরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ককে পেছনে ফেলে বার্সেলোনার আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসিকেই সদ্য বিদায়ী বছরের সেরা ফুটবলার হিসেবে বেছে নিলেন ফুটবলপ্রেমীরা। স্পেনের প্রভাবশালী ক্রীড়া গণমাধ্যম মার্কার আয়োজনে অনুষ্ঠিত বর্ষসেরার পাঠক জরিপে অংশ নেন অগণিত ভক্ত।

গতকাল পাঠকদের মতামতের ভিত্তিতেই মার্কা ২০১৭ সালের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা দেয়। শিরোপা সাফল্য না পেলে গত বছর বল পায়ে দুর্দান্ত নৈপণ্য প্রদর্শন করেন আর্জেন্টাইন সেনসেশন। বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সিতে ৬৪ খেলায় তার ৫৪ গোলের পারফরম্যান্স উপেক্ষা করার ঝুঁকি নেননি মার্কার পাঠকেরা। ওই একই সময়ে সতীর্থদের দিয়ে ১৬ গোল করানোর কৃতিত্বও দেখান মেসি। তবে বল পায়ে তার অসাধারণ বছরের প্রতিফলন ঘটেনি ট্রফি উৎসবের রেসে। ক্লাব জার্সিতে তিনি নেতৃত্ব দেন বার্সেলোনার কোপা ডেল রে’র হ্যাটট্রিক শিরোপা জয়ে।

মার্কা বলেছে, ‘মেসি না রোনালদো সেরা, এই বির্তক বহু দিন ধরে চলছে। তবে বল পায়ে মেসিকে বর্ণনা করার কাজটি রীতিমতো দুঃসাধ্য।’

লিওনেল মেসির ঠিক উল্টো পথেই ২০১৭ সাল বিদায় দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ডাবল (লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ে ফিফার বর্ষসেরা ও ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অর জেতেন। তবে মাদ্রিদ ঘরানার মার্কার পাঠক জরিপে শ্রেষ্ঠ ফুটবলার রেসে ঠিকই তিনি হেরে গেছেন লিওনেল মেসির কাছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!