• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুলাই মাসে কমেছে সার্বিক মূল্যস্ফীতি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০১৬, ০২:৪২ পিএম
জুলাই মাসে কমেছে সার্বিক মূল্যস্ফীতি

জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে কমে হয়েছে ৫ দশমিক ৪০ শতাংশ। যা জুন মাসে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। মে মাসে এটি ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। কমেছে খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ তথ্য দেন।

প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে লক্ষ্যমাত্রার কাছাকাছিই রয়েছে মূল্যস্ফীতি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!