• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুয়া খেলতে বাধা দেওয়ায় ইউপি সদস্যর ওপর হামলা


ঝালকাঠি প্রতিনিধি জুলাই ২২, ২০১৮, ০৬:৩৩ পিএম
জুয়া খেলতে বাধা দেওয়ায় ইউপি সদস্যর ওপর হামলা

আলী আকবর

ঝালকাঠি : জেলার নলছিটিতে জুয়া খেলতে বাধা দেয়ায় আলী আকবর (৫০) নামে এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শনিবার (২১ জুলাই) রাত ৮টার দিকে কুশংগল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউপি সদস্যর সঙ্গে থাকা অন্য তিনজনকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় আলী আকবরকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, কুশংগল ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের কয়েকজন যুবক গত রমজান মাসে জুয়ার আসর ও মাদকের আড্ডা বসিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য আলী আকবর তাদের নিষেধ করেন।

এরই জের ধরে শনিবার রাতে আলী আকবর ও তাঁর সঙ্গে থাকা তিনজন রাত ৮টার দিকে কুশংগল গ্রাম দিয়ে বাড়ি যাওয়ার সময় ১৫-২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে আলী আকবরের দুই হাত ও দুই পা ভেঙে দেয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করা হয়।

নলছিটি থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!